যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
প্রবাসীরা দেশের জন্য এক একজন রাষ্ট্রদূত। কারণ তাদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, এ সরকার প্রবাসীবান্ধব। প্রবাসীদের বীমা আওতায় আনাসহ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধায় সরকার যথেষ্ট আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আপনারা এদেশটির আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের ভাবমর্যাদা উজ্জ্বলে কাজ করবেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক ও সামাজিক মুক্তি। বাংলাদেশকে বিশ্ব পরিমÐলে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ সমিতি শারজাহ’র উদ্যোগে সমিতির কার্যালয়ের অডিটোরিয়াম হলরুমে সমিতির আজীবন সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
সমিতির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুস সালেহিন, দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান, শারজাহ শ্রম-মান উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সালেম ইউসুফ আল কাসির, বাংলাদেশ সিআইপি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির ও কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।