Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণবিক্ষোভ তীব্র থেকে তীব্রতর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

স্পেনের সুপ্রিমকোর্ট গত সোমবার ৯ কাতালান স্বাধীনতাকামী নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশ দেন। সর্বোচ্চ আদালতের রায়ে ওই আদেশের পর থেকেই এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারো কাতালান। গণবিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। ইউরোপের দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার পূর্ণাঙ্গ স্বাধীনতাকামী জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে মঙ্গলবারও। স্পেনের রাজধানী বার্সেলোনায় সরকারি বিভিন্ন দফতরে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া বিভিন্ন রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় অনেককে। কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানান, বিক্ষোভকারীদের ক্ষোভের কারণ তারা বুঝতে পারছেন এবং বিক্ষুব্ধ জনতার প্রতি তাদের সহানুভূতি রয়েছে। অন্যদিকে স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে, কারা এই বিক্ষোভের হোতা, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, আন্দোলনকারীরা কাতালোনিয়ার বিভিন্ন শহরের বিক্ষোভস্থলে যাওয়ার জন্য ‘সুনামি ডেমোক্র্যাটিক’ নামে একটি অ্যাপ ব্যবহার করছে। বার্সেলোনায় বিভিন্ন সরকারি কার্যালয়ে ঢোকার চেষ্টারত বিক্ষোভকারীদের হটাতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং লাঠিচার্জ করে। তিনজন বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নয়জন আহত বিক্ষোভকারীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। বার্সেলোনা ছাড়াও কাতালোনিয়ার গিরোনা ও তারাগোনা শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। ২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে অবৈধভাবে গণভোট আয়োজনের ঘটনায় ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে এসব নেতাকে গত সোমবার ৯ থেকে ১৩ বছর মেয়াদে কারাদ- দেন স্পেনের সর্বোচ্চ আদালত। এ ছাড়া আরও তিন নেতাকে অর্থদ- দিয়েছেন সুপ্রিমকোর্ট। দ-াদেশপ্রাপ্ত ১২ জনই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের এ রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেন স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার জনগণ। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ