মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানকে ভারত থেকে আর পানি দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক জনসভায় এই মন্তব্য করেছেন মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের হরিয়ানার বিধানসভা ভোটের প্রচারপর্ব শুরু হয়েছে। মঙ্গলবার সেই উপলক্ষেই হরিয়ানার কুরুক্ষেত্র এবং চারখি দাদরিতে আয়োজিত জনসভায় বক্তৃতা দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাজ্যের কৃষকদের প্রতিশ্রুতি দেন, আগামী দিনে তার সরকার পাকিস্তানে পানি যাওয়া বন্ধ করে তা ঘুরিয়ে দেবে হরিয়ানার দিকে। মোদি বলেন, ‘গত ৭০ বছর ধরে হরিয়ানার ভাগের জল পাকিস্তানে বয়ে যেতে দেওয়া হয়েছে। কিন্তু এই মোদি এবার জল পৌঁছে দেবে আপনাদের বাড়িতে। এই নিয়ে কাজ শুরু করে দিয়েছি আমি। এই জলের উপর একমাত্র ভারত এবং তার কৃষকদের অধিকার রয়েছে। মোদি আপনাদের জন্যে লড়াই চালিয়ে যাচ্ছে।’ এছাড়া কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করেন মোদি। জনসভায় উপস্থিত হরিয়ানার বাসিন্দাদের উদ্দেশে মোদি বলেন, সময় এসেছে কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার। ৩৭০ ধারা খারিজ হওয়ার পর কংগ্রেস যেভাবে কাশ্মীর নিয়ে গুজব ছড়িয়েছে, তার ফল এবার তাদের ভুগতে হবে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।