মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমার সেনাবাহিনী ছেড়ে আরাকান আর্মিতে (এএ) যোগদানকারী এক জাতিগত রাখাইন নাগরিকের ভিডিও প্রকাশ করেছে এএ, যেখানে ওই সেনা অভিযোগ করেছেন যে, সরকারী সেনাবাহিনী সংখ্যালঘু সেনাদের বিরুদ্ধে নিয়মিত বৈষম্যমূলক আচরণ করছে এবং রাখাইনে বেসামরিক মানুষের উপর নির্যাতন করছে। আরাকান আর্মির প্রকাশ করা ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে কর্পোরাল অং নাইং হিসেবে পরিচয় দেন এবং বলেন যে, মিয়ানমার সেনাবাহিনীতে তিনি ২৭ বছর কাজ করেছেন। সাত মিনিটেরও বেশি দীর্ঘ এই ভিডিওতে রাখাইন ভাষায় কথা বলা হয়েছে। পরে সেটাতে বার্মিজ ভাষায় সাবটাইটেল দিয়ে ১০ অক্টোবর সেটা প্রকাশ করেছে আরাকান আর্মি। ভিডিওতে অং নাইং বলেন, রাখাইনে সেনা তৎপরতা চলাকালে একটি গ্রামে যখন তিনি তার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন তার বিরুদ্ধে আরাকান আর্মির সেনাদের সাথে সাক্ষাতের অভিযোগ আনা হয়েছিল। সাবেক এই সেনা কর্পোরাল বলেন, তার ইউনিটের ক্যাপ্টেন যখন তাকে তলব করে সফরের কথা জিজ্ঞাসা করেন, তখন তাকে অকথ্য ভাষায় গালাগালি দেয়া ছাড়াও তার গালে থাপ্পর মেরেছিলেন। এবং এমনকি হাতের টকব্যাক দিয়ে তাকে আঘাতও করেছিলেন তিনি। জবাবে অং নাইং খালাইয়া-২০২ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন দিয়ে ক্যাপ্টেনকে তিনবার গুলি করে এবং সেনাবাহিনী ছেড়ে এসে আরাকান আর্মিতে যোগ দেন। আহত ওই সেনা কর্মকর্তার পরে কি হয়েছে, সেটি জানা যায়নি। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।