Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:২০ এএম

 সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করা হলো না বাংলাদেশের কিশোরীদের। টুর্নামেন্টের টানা দ্বিতীয় শিরোপা জিতে নিল ভারতের মেয়েরাই। গতকাল সন্ধ্যায় ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ভারত টাইব্রেকারে ৫-৩ গোলে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নিধৃারিত সময়ে খেলা গোলশূণ্য অমিমাংসিতভাবে শেষ হলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। যেখানে জয় পায় ভারতীয়রা।

টাইব্রেকারের প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার। ভারতের মেয়েরা সবকটি শটে লক্ষ্যভেদ করে।
স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়ে এবার আসর শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে নেপালকে হারায় ২-১ ব্যবধানে। লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের সঙ্গে ১-১ ড্র করে লাল-সবুজরা।

২০১৭ সালে ঢাকায় টুর্নামেন্টের প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালে ভুটানে দ্বিতীয় আসরে একই ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ