Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষণে বীজতলা ও পাট ক্ষেত নিমজ্জিত

সড়ক ধসে যোগাযোগ বিছিন্ন

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জ উপজেলায় ২ দিনের ভারি বর্ষণে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। নিমজ্জিত হয়েছে পাট ক্ষেত বীজতলা। শতাধিক পুকুরের মাছ বেরিয়েছে। বর্ষণে পৌর এলাকার রাস্তা ধসে যোগাযোগ বিছিন্ন হয়েছে তারাপুর ইউনিয়নবাসীর। গত মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতভর মুষুল ধারে ভারি বর্ষণে উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এক নাগাড়ে বর্ষণ হওয়ায় নি¤œাঞ্চলগুলো পানিতে টই-টুম্বুর হয়েছে। কোথাও কোথাও চলাচলের রাস্তা তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গ্রামাঞ্চলের অনেক রাস্তা-ঘাট তলিয়ে গেছে পানির নিচে। চরাঞ্চলসহ নি¤œাঞ্চলের পাট ক্ষেতগুলোতে ৩/৪ ফুট পানি অবস্থান করছে। আগাম বর্ষালী ধান ক্ষেতগুলো নিমজ্জিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় শতাধিক পুকুরের মাছ বেরিয়েছে নি¤œাঞ্চলে। সবজি ক্ষেত ও আমন বীজতলা নিমজ্জিত হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বীজতলা, বর্ষালী, সবজি ক্ষেত ও পাট নিমজ্জিত হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। নি¤œাঞ্চলগুলোতে জমে যাওয়া পানি প্রয়োজনীয় কালভাট, ব্রিজ ও নালা না থাকায় বেরিয়ে যেতে পারছে না। তিস্তা নদীর পানিও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। ভারি বর্ষণে পানির ঢলে সুন্দরগঞ্জ পৌর সভার আওতাধীন বালাপাড়া নামক স্থানে মীরগঞ্জ-ইমানগঞ্জ পাকা রাস্তার ২০ ফুট পরিমাণ ধসে পড়ায় তারাপুর ইউনিয়নবাসীর সাথের উপজেলার যোগাযোগ বিছিন্ন রয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ-রংপুর গ্রামীণ হাইওয়ে সড়কের বামনডাঙ্গা হল মোড়ের কাছে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে রাস্তাও ক্ষয়ে যাচ্ছে। যে কোন মুহূর্তে রাস্তাটি ধসে যেতে পারে। এ ব্যাপারে পৌর ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা কৃষি অফিসার রাশেদুল ইসলাম জানান, নিমজ্জিত পাট ক্ষেত, বীজতলা, বর্ষালীর বিষয়ে পুরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কমলেশ চন্দ্র জানান, অনেক পুকুরের মাছ বেরিয়ে গেছে। নিমজ্জিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম জানান, বালাপাড়া রাস্তা ধসে গেলেও বামনডাঙ্গা হল মোড়ের কাছে পাকা রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষণে বীজতলা ও পাট ক্ষেত নিমজ্জিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ