রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
বীর মুক্তিযোদ্ধা। সমর যুদ্ধে যিনি ছিলেন লড়াকু সৈনিক। প্রিয় দেশকে স্বাধীন করতে জীবনের মায়া তুচ্ছ করে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। শত্রুমুক্ত করেছেন দেশকে। তিনি মোঃ নূরুল ইসলাম। আজ বাকশক্তি হারিয়ে ও প্যারালাইসেস হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন।
নরসিংদীর চাঁনগাও গ্রামের মরহুম সাফাজ উদ্দিনের ছেলে নূরুল ইসলাম। স্ত্রী ও ৫ সন্তান নিয়ে ৭ জনের সংসার। মুক্তিযোদ্ধা ভাতা যা পাচ্ছেন তা দিয়ে ৭ জনের ভরন-পোষণ হচ্ছে না। খেয়ে না খেয়ে বিনা চিকিৎসায় চলছে তার জীবন। বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজীর সুমিলপাড়া বিহারি কলোনিতে বসবাস করেন ।
নূরুল ইসলামের স্ত্রী সীমা কান্নাজড়িত কণ্ঠে জানায়, গত ১৪ মাস পূর্বে আমার স্বামী মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাকশক্তি হারিয়ে হাত পা প্যারালাইসেস হয়ে বিছানায় পরে আছেন, চরম অর্থকষ্টে দিন অতিবাহিত করছি। ছেলেমেয়েদের লেখাপড়া, স্বামীর চিকিৎসা খরচ ও দুমুঠো ভাতের জন্য এই পরিবারটিকে সহযোগিতা করার জন্য সমাজের ধানশীল দয়াবান ধনবান ব্যক্তি ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন মুক্তিযুদ্ধা নূরুল ইসলামের পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানাÑ
মোঃ নূরুল ইসলাম,
হিসাব নংÑ ৩৪১০৩৩৩৭,
সোনালী ব্যাংক, পাঁচদোনা শাখা, নরসিংদী।
মোবাইলÑ ০১৯১৬০৪৫১৩৫।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।