মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী চার মাসের মধ্যে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রে একটি শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মোদি বলেন, জম্মু-কাশ্মীরে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। শোভাযাত্রায় অংশ নিয়ে মোদি আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, সেখানে গত ৪০ বছরব্যাপী চলমান যে অস্বাভাবিক পরিবেশ ছিল, তা স্বাভাবিক হতে আর চার মাসের বেশি সময় লাগবে না। জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের জন্য শুধুই একখন্ড নয়।’ উল্লেখ্য, ভারতের সংবিধানে কাশ্মীরকে যে বিশেষ স্বায়ত্তশাসিত এলাকার মর্যাদা দিয়েছিল ৩৭০ ধারা - গেল ৫ আগস্ট তা বাতিল করে রাজ্যকে কেন্দ্রশাসিত ঘোষণা করে ক্ষমতাসীন বিজেপি সরকার। ধারাটি বাতিলের পর পুরো ভারত এবং বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কাশ্মীর। রাস্তায় সাধারণ মানুষ থেকে বহুগুণ বেশি সেনা আর আধা সেনা। জারি করা হয় কারফিউ। দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।