মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিরোধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় স্থানীয় মসজিদগুলো থেকে আজানের শব্দ শুনে বক্তব্য বন্ধ করে দেন। আজান শেষ হওয়ার পরে আজানের দোয়া পড়া পর্যন্ত রাহুল বক্তব্য বন্ধ রাখেন। এ সংক্রান্ত এক ভিডিও কার্যত ভাইরাল হয়েছে। মহারাষ্ট্রে আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রোববারের ওই ঘটনায় রাহুল গান্ধীর অবস্থানকে উপস্থিত জনতা ব্যাপকভাবে স্বাগত জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। আজান চলাকালে যেসব সমর্থকরা ওই সমাবেশে আসেন তারা করতালি ও সেøাগান দিয়ে তাকে অভিনন্দিত করার চেষ্টা করলে রাহুল তাদেরকে মঞ্চ থেকে হাত নাড়িয়ে চুপ থাকার জন্য বলেন। রাহুল গান্ধী এদিন তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোটকে টার্গেট বলেন, ‘রকেটে ধারাবির জনতার পেট ভরবে না। উল্টোপাল্টা কথায় ধারাবির জনতার পেট ভরবে না। আপনারা ধারাবির জনতাকে বলুন ফড়নবিসজি, মোদিজি, বিজেপি-শিবসেনার নেতা আপনারা বলুন ধারাবির অর্থব্যবস্থার জন্য, ধারাবিতে ব্যবসার জন্য, ছোটো ব্যবসাদারদের জন্য, দোকানদারদের জন্য কী করেছেন? এটা আপনার বলুন। ভোট চাচ্ছেন যখন জনতাকে এ নিয়ে বলুন। আপনারা বলুন, ভারতে বিগত ৪০ বছরের মধ্যে কেন এখন সবচেয়ে বেশি বেকারত্ব? কেন এই বেকারত্ব তা বুঝিয়ে বলুন।’ এরপরেই এলাকার বিভিন্ন মসজিদের মিনার থেকে ভেসে আসে আযানের ধ্বনি। রাহুল সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে দিলে সভায় উপস্থিত জনতা করতালি দিয়ে তাকে অভিন্দিত করেন। এসময় তিনি আযান ও আযানের দোয়া পাঠ শেষ না হওয়া পর্যন্ত মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থাকেন। আযান শেষ হওয়ার পরে ফের ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ ধ্বনি দিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন দলীয় সমর্থকরা। রাহুল এসময় মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকারের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হয়ে বলেন, মহারাষ্ট্রে দুই হাজার কারখানা বন্ধ হয়েছে। ধারাবিতে পঞ্চাশ হাজারক্ষুদ্র ও ছোট শিল্পে দুই লাখ লোক কর্মহীন হয়েছেন।’ প‚বের কলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।