মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মানবাধিকার ও গণতন্ত্রের দাবিতে হংকংয়ে শান্তিপ‚র্ণ সমাবেশ করেছে অঞ্চলটির কয়েক লাখ মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় হংকংয়ের অর্থনীতি ও বাণিজ্যে চীনের হস্তক্ষেপ খতিয়ে দেখার পাশাপাশি দেশটিকে চাপ দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্রের জন্য মার্কিন কংগ্রেসে শিগগিরই একটি আইন পাস করা হবে বলেও জানান সমাবেশের আয়োজকরা। এদিকে, হংকং ‘পুলিশি প্রদেশ’ হয়ে গেছে বলে মার্কিন সিনেটর জোস হাউলে যে মন্তব্য করেছেন তা অস্বীকার করেছেন অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লাম। জোস হাউলের এ দাবিকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, হংকংয়ের পুলিশ অনেক সভ্য ও পেশাদার একটি বাহিনী। অপরদিকে, সহিংসতা চালানোদের প্রতি নিন্দা জানিয়ে সোমবার হংকং পুলিশ আবারও বলেছে, তারা কোনো সহিংসতা সহ্য করবে না। সপ্তাান্তে আবারও হং কংয়ের আন্দোলনকারীরা দোকপানপাট তছনছ করেছে, ভাঙচুর চালিয়েছে মেট্রো স্টেশনগুলোতে। সেই সাথে পুলিশের ওপর হামলাও চালিয়েছে তারা। এক বিবৃতিতে সেখানকার পুলিশ বলছে, হংকংয়ের সর্বত্র সংঘবদ্ধভাবে এ ধ্বংসাত্মক কর্মকান্ড করা হয়েছে। মুখোশধারী দাঙ্গাবাজরা আইনশৃঙ্খলা সম্পূর্ণ অবহেলা করে জনগণের শান্তি নষ্ট করেছে। প্রসঙ্গত, ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে চীনের অধীনে থাকা হংকংয়ে সা¤প্রতিক দাঙ্গা বা বিক্ষোভ শুরু হয় মূলত বন্দি বিনিময় আইনের খসড়াকে কেন্দ্র করে। রয়টার্স, ইউএনবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।