Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনি গভর্নরসহ ২ কর্মকর্তা গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ফিলিস্তিন সরকারের হয়ে কাজ করার অভিযোগে দেশটির দুই নাগরিককে গ্রেফতার করেছে ইসরাইল। সোমবার এক অভিযানে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গ্রেফতারকৃতদের নাম আদনান গাইথ ও শাদি মাটুর বলে জানা গেছে। গ্রেফতারকৃত ফিলিস্তিনি নাগরিক আদনান গাইথ গভর্নর হিসেবে জেরুজালেমে নিযুক্ত আছেন। এছাড়া শাদি মাটুর সেখানকার নেতৃস্থানীয় দল ফাতাহ এর স্থানীয় নেতা। আইনজীবী মোহাম্মদ মাহমুদ এএফপিকে জানিয়েছেন, পুলিশ সোমবার ইসরায়েল অধিকৃত প‚র্ব জেরুজালেমের বাড়ি থেকে তাদের দুই জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ওই শহরে ফিলিস্তিন সরকারের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ