রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সীতাকু- (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
সীতাকু-ে পুলিশের সাঁড়াশি অভিযানে দুই জঙ্গি আটক হয়েছে। গত বৃহস্পতিবার কুমিরা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কুমিরা দেলিপাড়া গ্রামের মৃত নুরুল আবছারের পুত্র মোহাম্মদ আলাউদ্দিন (৩৫) ও একই এলাকার মসজিদ্দা গ্রামের মৃত জহুরুল হকের পুত্র জুলফিকার আলী (৪০)। গতকাল শুক্রবার সকালে তাদের চট্টগ্রামে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। সীতাকু- থানার উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন জানান, সারাদেশে জেএমবির সিরিজ বোমা হামলার পর ২০০৫ সালে জেএমবি সম্পৃক্ততার অভিযোগে কুমিরার উক্ত আলাউদ্দিন ও জুলফিকারের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে তারা জেলে ছিলেন। ৮ বছর জেল খেটে সম্প্রতি তারা ছাড়া পেয়ে পুনরায় জঙ্গি কর্মকা-ে সম্পৃক্ত হয়। গোপন সূত্রে তাদের বিষয়ে জানতে পেরে বৃহস্পতিবার কুমিরা থেকে তাদের গ্রেফতার করেন তিনি। পুলিশ আরো জানায়, ২০০১ সালে জেএমবি নেতা শায়খ আবদুর রহমান প্রকাশ বাংলাভাই সীতাকু-ের কুমিরা দেলিপাড়া এলাকায় একটি মসজিদে আসেন। সেখানে মাহফিল শেষে একটি জঙ্গি সংগঠন গঠন করেন। বাংলাভাই গ্রেফতার ও তার ফাঁসি হলে তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়। পরে কয়েকজন আটক হলেও ছাড়া পেয়ে তারা আবারো বিভিন্ন পেশার আড়ালে জঙ্গি কর্মকা-ে জড়িয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।