রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর উত্তরপাড়া গ্রামে রিয়াদ (১৫) নামের এক কলেজছাত্র প্রতিবেশীর শিশুকন্যা তানজিলা খাতুন চুমকি (৮)-কে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে পীরগঞ্জ থানার পুলিশ রিয়াদের শয়ন ঘরের খাটের নিচে মাটির নিচে পুঁতে রাখা চুমকির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করেছে। রিয়াদের পরিবার রিয়াদকে পুলিশে সোপর্দ করেছে। রিয়াদ ওই গ্রামের আব্দুল মমিন প্রধানের পুত্র এবং পীরগঞ্জ কারিগরি কলেজের ২য় বর্ষের ছাত্র। জানা যায়, গত মঙ্গলবার বাবা-মা তার নানার বাড়ি যাবার সুবাদে নির্জনতার সুযোগে রিয়াদ প্রতিবেশী শাহজাহানের শিশুকন্যা দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী তানজিলা খাতুন চুমকিকে নিজ ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চুমকি চিৎকার করে এবং ঘটনা প্রকাশ করার কথা বলে। অবস্থা বেগতিক দেখে রিয়াদ শ্বাসরোধে চুমকিকে হত্যার পর তার খাটের নিচে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখে। গত বৃহস্পতিবার রিয়াদের বাবা মা বাড়িতে এসে ঘরের মেঝে দেখেই আঁচ করতে পারেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিয়াদ বাবা-মার কাছে পুরো ঘটনা প্রকাশ করে। পারিবারিকভাবে চুমকির বাবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই গতকাল শুক্রবার সকালে বিষয়টি পীরগঞ্জ থানার পুলিশকে অবগত এবং রিয়াদকে পুলিশে সোপর্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।