Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমের মূল্য দুই লাখ টাকা!

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
রাজশাহীর তানোরে বন্ধুর স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে প্রেমিক রাজকুমার ওরফে রাজুর দু’লাখ টাকা অর্থ জরিমানা করেছেন গ্রাম্য মাতব্বরগণ। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসী এই ঘটনাকে ‘নয়া লাইলী নয়া মজনু’র প্রেম কাহিনী বলে আখ্যা দিয়েছেন। তানোর পৌর এলাকার চাপড়া গ্রামে চাঞ্চল্যকর এই প্রেম কাহিনীর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত ১১ জুন দিবাগত রাতে চাপড়া গ্রামে ভিকটিমের বাড়িতে এক সালিশ বৈঠক বসে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে সালিশ বৈঠকে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোরসালিন, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, তানোর কারিগরি কলেজের শিক্ষক আনারুল ইসলাম প্রমুখ। সালিশ বৈঠকে অন্যর স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে প্রেমিক রাজকুমার ওরফে রাজার দুই লাখ টাকা জরিমানা করে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে। এদিকে কথিত অভিযোগে প্রেমিক রাজার বিপুল অঙ্কের টাকা জরিমানা করায় সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আবার এটাকে সালিশ নামে প্রহসন বলে অভিমত দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার চাপড়া গ্রামের বাসিন্দা ও গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনৈক শিক্ষকের স্ত্রীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন চাপড়া গ্রামের সনদ চন্দ্র দাসের পুত্র রাজ কুমার ওরফে রাজা। তারা দীর্ঘদিন ধরে মুঠোফোনে প্রেমালাপ করে আসছিল। গত ১০ জুন গভীর রাতে প্রেমিকা ওই গৃহবধূ প্রেমিক রাজার সঙ্গে মুঠোফোনে প্রেমালাপ করার সময় তার স্বামী বিষয়টি জানতে পারেন। আর এই অভিযোগে পরের দিন শনিবার সকালে ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয়া হলে তারা বিষয়টি গ্রাম প্রধানদের জানায়। ওদিকে কৌশলে ওই শিক্ষক মুঠোফোনে স্ত্রীর প্রেমিক রাজাকে তার বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করে আটকে রাখেন। এদিকে গ্রাম প্রধানগণ শনিবার দিবাগত রাতে সালিশ বৈঠকে বসে ও রাজ কুমার ওরফে রাজাকে অভিযুক্ত করে তার দুই লাখ টাকা জরিমানা করে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, ওই শিক্ষকের এটা টাকা আদায়ের কৌশল, তিনি সালিশদারদের ম্যানেজ করে এভাবে নীরিহ যুবককে ফাঁসিয়ে টাকা আদায় করেছেন। তারা বলেন, শুধুমাত্র মুঠোফোনের সূত্র ধরে এভাবে এতো বড় অঙ্কের অর্থ জরিমানা করা অন্যায় ও সালিশ বাণিজ্যর সামিল। এ ব্যাপারে জিল্লুর রহমান বলেন, রাজ কুমার ওরফে রাজা দোষ স্বীকার করায় সালিশ বোর্ড তার দু’লাখ টাকা জরিমানা করেছে। তিনি বলেন, সামাজিকতা রক্ষার জন্য সালিশ করা হয়েছে। এ ব্যাপারে তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো বলেন, সামাজিকতা রক্ষায় সালিশ করা হয়েছে এটা দোষের কিছু নয়। এ ব্যাপারে রাজ কুমার ওরফে রাজা বলেন, তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তুলে তাকে জোরপূর্বক দোষ স্বীকারে বাধ্য করে তার দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেমের মূল্য দুই লাখ টাকা!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ