বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬৭ জেলেকে আটক করে। মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদী থেকে তাদের আটক করে ভ্র্যামান আদালত। আটককৃতদের মধ্যে একজনকে মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০(৫) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্র্যামান আদালত। ৫৮ জনকে একমাস করে কারাদন্ড দেয়া হয়। বাকি ৮জন কিশোরকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে ছেড়ে দেয়া হয় বলে জানান ভ্রামমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল।
এময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকতর্কা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস অফিসার বাপ্পি কুমার দাশ।
এ অভিযানে প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জালগুলো নদী তীরে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।