Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুহিন হত্যা: ১০ জনকে আসামি করে মামলা করলেন মা

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১:৩৩ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন হাসান (৬) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে সোমবার রাতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

দিরাই থানার ওসি কেএম নজরুল জানান, সোমবার রাতে তুহিনের মা বাদী হয়ে অজ্ঞাত ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে তুহিনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর রাতেই দাফন করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার মিজানুর রহমান গমাধ্যমকর্মীদের সামনে নৃশংস হত্যাকাণ্ডের শিকার তুহিনের হত্যাকাণ্ড নিয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে পারিবারিকভাবে নৃশংস ও ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হতে পারে শিশু তুহিন।

কেন তাকে মারা হলো প্রশ্নের জবাবে তিনি জানান, কেন তাকে মারা হয়েছে, কীভাবে মারা হয়েছে, কতজন এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সবই আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে আমরা এখনই সবকিছু বলতে চাচ্ছি না। আটককৃত স্বজনদের মধ্যে ৩-৪ জনের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছেন।



 

Show all comments
  • Monjur Alahi ১৫ অক্টোবর, ২০১৯, ৩:১৭ পিএম says : 0
    এসব কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না প্রতিপক্ষকে ফাঁসাতে এহেন নৃশংস হত্যা কোন জাহেলী যুগে এসেছি।
    Total Reply(0) Reply
  • Md Mamun ১৫ অক্টোবর, ২০১৯, ৪:১৫ পিএম says : 0
    তুহিনের মায়ের দাবিতে সেই 10 জন আসামিকে অতি শীগ্রই আইনের আওতায় আনা হোক এবং এই নিম্ন হত্যাকান্ড জন্য তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক
    Total Reply(0) Reply
  • Anwar Pervej ১৫ অক্টোবর, ২০১৯, ৪:১৫ পিএম says : 0
    ঘাতক নরপিশাচদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Ronok Hossain ১৫ অক্টোবর, ২০১৯, ৪:১৬ পিএম says : 0
    কি অপরাধ ছিল এই নাবালক বাচ্চাটার ওর বোঝার ক্ষমাতা আল্লাহতালা এখনও দেয়নি । যারাই এই অবুঝ শিশুটিকে নৃশংস ভাবে খুন করেছে তাদেরকে খোলা আকাশের নিচে যে রাস্তা দিয়ে জনগনের চলাচল বেশি সেই রাস্তার উপরে হাজার হাজার জনগনের সামনে তাদের ফাঁসি দেওয়া উচিত ।
    Total Reply(0) Reply
  • Al Mamun Shamim ১৫ অক্টোবর, ২০১৯, ৪:১৭ পিএম says : 0
    কোরআন হাদীসের চর্চার অভাবে সমাজের, পরিবারের আজ চরম অধঃপতন। ছোট শিশু, তার সাথে কি রাগ,হিংসা, শত্রুতা???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ