নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী ১৯ অক্টোবর এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ টিসি স্পোর্টস ক্লাব আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিরুদ্ধে খেলবে। অংশগ্রহণকারী দলগুলো আগামীকাল থেকে পর্যায়ক্রমে চট্টগ্রামে আসতে থাকবে। হেলিকপ্টারে করে ১৭ অক্টোবর আসবে ট্রফি এবং টুর্নামেন্ট ভেন্যুতে দর্শকদের জন্য প্রদর্শিত হবে। তৃতীয় আসরকে কেন্দ্র করে এরই মধ্যে এমএ আজিজ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ম্যাচের জন্য পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। ফ্লাডলাইট, মাঠ, গ্যালারী ও প্রেসবক্স সবখানে ব্যাপক সংস্কার কাজ হয়েছে।
আগের দুই আসরও এই একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। সে দুই আসরে মাঠের অবস্থা মানসম্মত না হওয়ায় আয়োজক চট্টগ্রাম আবাহনী খেলা উপযোগী চমৎকার মাঠ প্রস্তুত করেছে। এবারের শেখ কামাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে আটটি দলের মধ্যে পাঁচটি বিদেশি দল হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ টিসি স্পোর্টস ক্লাব, ভারতের দুটি দল মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়া টেরেঙ্গানু এফসি ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি। বাংলাদেশের তিনটি দলের মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, লিগ রানার্স আপ ঢাকা আবাহনী লিমিটেড ও আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।