Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমাম আহমদ রেযার (রহ.) জীবন দর্শনের ব্যাপক চর্চা ও গবেষণা প্রয়োজন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

হিজরি চতুর্দশ শতাব্দীর মহান সংস্কারক আ.লা হযরত ইমাম আহমদ রেযার (রহ.) ১০১তম ইন্তেকাল বার্ষিকী উদযাপন উপলক্ষে আ.লা হযরত কনফারেন্স নগরীর একটি কনভেনশন হলে গত রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মুহাম্মদ জামাল ফারুক জিবরীল মাহমুদ আদদাক্কাক বলেন, ইসলামের প্রচার-প্রসার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনে ইমাম আহমদ রেযার (রহ.) জীবন দর্শনের ব্যাপক চর্চা ও গবেষণা বড় বেশি প্রয়োজন। তিনি বলেন, কোরআন, হাদিস, তাফসীর, ফিকহশাস্ত্র, ধর্মতত্ত্ব, সুফীতত্ত্ব, ভাষাতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় তার ছিল সদর্প বিচরণ।

এতে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। কনফারেন্সে উদ্বোধক ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপিত মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. আল্লামা লিয়াকত আলী, অধ্যক্ষ খায়রুল বশর হক্কানী।
আলোচনায় অংশ নেন আল্লামা এম এ মান্নান, কাযী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, জমিয়তুল ফালাহর খতিব ক্বারী আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, স উ ম আবদুস সামাদ, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, ড. মাওলানা মুহাম্মদ জাফরউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লা হযরত ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রেজভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমাম আহমদ রেযার (রহ.)
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ