Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অবশিষ্ট সেনাও প্রত্যাহার করা হবে : পেন্টাগন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বলেছে, সিরিয়ার উত্তর-প‚র্বাঞ্চলে মোতায়েনকৃত আরো এক হাজার সেনা প্রত্যাহার করা হবে। তুরস্ক যখন ওই অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে তখন মার্কিন প্রশাসন এ ঘোষণা দিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রোববার সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসারে সিরিয়ার উত্তর-প‚র্বাঞ্চল থেকে অবশিষ্ট এক হাজার সেনা প্রত্যাহার করা হবে। ওই এলাকার অবস্থা বর্ণনা করে তিনি বলেন, সেখানে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে রয়েছে এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য এই ব্যবস্থা নেয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাৎকারে আরো বলেন, সিরিয়ার গেরিলারা দেশটির সরকার এবং রাশিয়ার সঙ্গে আলোচনা করে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে যাতে তুর্কি অভিযানকে তারা মোকাবেলা করতে পারে। মার্ক এসপার বলেন, গত ২৪ ঘন্টায় আমরা জানতে পেরেছি যে, তুরস্ক যে এলাকায় অভিযান চালাবে বলে পরিকল্পনা ঘোষণা করেছিল তার চেয়েও দক্ষিণ ও পশ্চিমে অভিযান চালাচ্ছে। এ অবস্থায় কুর্দি গেরিলারা সিরিয়ার সরকার ও রাশিয়ার সমর্থনে তুর্কি সেনাবাহিনীর মোকাবেলা করতে যাচ্ছেন। সিবিএস টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ