Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবহাওয়া আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বিজ্ঞানীদের সমর্থন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে চলমান আন্দোলনের গণঅসহযোগ কর্মস‚চির প্রতি সমর্থন জানিয়েছেন প্রায় ৪০০ জন বিজ্ঞানী। আমস্টারডাম থেকে মেলবোর্নে ছড়িয়ে পড়া এ শান্তিপ‚র্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানাতে ২০টি দেশের এসব আবহাওয়া বিজ্ঞানী, পদার্থবিদ, জীববিজ্ঞানী ও অন্যান্যরা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। শনিবার লন্ডনের শতবর্ষ প‚রনো একটি জাদুঘরের প্রাঙ্গণে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা ২০ জন বিজ্ঞানী জড়ো হয়েছিলেন। গবেষণাগারের সাদা কোট পরে তারা হাজির হন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা মনে করি, আবহাওয়া ও পরিবেশগত সংকট নিয়ে চলমান শান্তিপ‚র্ণ ও অসহিংস আন্দোলন যথার্থ। এমনকি যদি তা প্রচলিত আইনের বিরোধী হয় তবুও। সমর্থনকারী বিজ্ঞানীদের পক্ষ থেকে যৌথ বিবৃতিটি পড়ে শোনান মলিকিউলার বায়োলজিতে পিএইচডি ডিগ্রিধারী ও ব্রডকাস্টার বিজ্ঞানী এমিলি গ্রসম্যান। তিনি বলেন, তাই আমরা যারা শান্তিপ‚র্ণভাবে এ সংকটে ব্যর্থ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাদের প্রতি সমর্থন জানাচ্ছি। এই যৌথ বিবৃতিটি এক্সটিংশন রেবেলিয়নের সমর্থনে দিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যে এক বছর আগে এই অসহযোগ আন্দোলনের স‚চনা হয়েছিল। স¤প্রতি কয়েকটি ইউরোপীয় ও অস্ট্রেলীয় শহরে তা ছড়িয়ে পড়েছে। শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে এই আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় ১ হাজার ৩০৭ জন স্বেচ্ছাসেবীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত কয়েক সপ্তাহ বিশ্বের অন্তত ২০টি শহরে গ্রেফতার করা হয়েছে আরও ১ হাজার ৪৬৩জনকে। এসব শহরের মধ্যে রয়েছে ব্রাসেলস, আমস্টারডাম, নিউ ইয়র্ক, সিডনি ও টরোন্টো। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ