মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার কারাগারগুলোতে বন্দি আইএস জঙ্গিদের ফিরিয়ে নিতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, দুই কুখ্যাত আইএস জঙ্গিকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এখন ইউরোপের উচিত, বাকি বন্দীদের ফিরিয়ে নেয়া। যুক্তরাষ্ট্র আর কোন বন্দি নেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। স¤প্রতি তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি অবস্থানগুলোতে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এতে কুর্দি শিবিরগুলোতে আটক আইএস জঙ্গিদের পাহারা দেয়া কঠিন হয়ে পড়ে কুর্দি বাহিনীর পক্ষে। রবিবার তাদের পক্ষ থেকে বলা হয়, সেনা অভিযান অব্যাহত থাকলে জঙ্গিদের পাহারা দেয়া সম্ভব হবে না। অপরদিকে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তারা তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দেয়া বিদেশি নাগরিকদের ফিরিয়ে নিতে অসম্মতি জানিয়েছে। এসব নাগরিক বর্তমানে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর কাছে সিরিয়ার উত্তরাঞ্চলে বন্দি রয়েছে বলে জানানো হয়। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্র মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর তুরস্কের সেনা অভিযান শুরু করলে ওই এলাকায় বন্দি এমন হাজার হাজার নাগরিকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। এটা সত্য যে পশ্চিমা ইউরোপীয় দেশগুলো সন্দেহভাজন আইএস সদস্যদের ফিরিয়ে নিতে অনিচ্ছুক। এই গ্রæপে যোগ দেয়া নাগরিকদের বিষয়ে জন অভিমত এবং আইনি চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ রয়েছে। টুইটার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।