Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ভারতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তান সমর্থিত জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে গত দুই মাস ধরে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) মোতায়েনকৃত সেনাদের সংখ্যা বাড়িয়েছে ভারত। রবিবার ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানান, জঙ্গিরা জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে। নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানান, সংবিধানের ৩৭০ ধারা বাতিল ও জম্মু-কাশ্মীরকে দ্বিখন্ডিত করার পর যে ক্ষোভ জনগণের মধ্যে ছিল তা কমে আসছে। কিন্তু পাকিস্তান চেষ্টা করছে তাদের জঙ্গি হাতিয়ারের মাধ্যমে সীমান্তের এপারের এলাকা অস্থিতিশীল করতে। ভারতীয় সেনা কর্মকর্তা বলেন, ৫ আগস্টের পর হতে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অস্ত্রবিরতি চুক্তি ও অনুপ্রবেশের ঘটনা প্রতিদিন ঘটছে। এলওসি ঘিরে অনুপ্রবেশ ঠেকাতে নর্দার্ন কমান্ডের বাইরে থেকে আমরা সেনা এনে শক্তি বাড়িয়েছি। এছাড়া সীমান্তের আরও কাছাকাছি সেনাদের মোতায়েন করা হয়েছে। সীমান্তের কোনও এলাকা অরক্ষিত নেই। বেশিরভাগ অনুপ্রবেশের চেষ্টা আমরা ঠেকিয়ে দিয়েছি। তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য জানাননি এই ভারতীয় কর্মকর্তা। তবে বিষয়টি সম্পর্কে জ্ঞাত অপর দুই সেনা কর্মকর্তা জানিয়েছেন, এলওসিতে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ