মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুই মাস ধরে মোবাইল সেবা বন্ধ রয়েছে ভারতশাসিত কাশ্মীরে। আগস্টের শুরুর দিকে সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্যটির স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পরপরই অঞ্চলটিতে কঠোর অবরোধ আরোপিত হয়। তার অংশ হিসেবে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল মোবাইল সেবাও। তবে সরকারের এক মুখপাত্র শনিবার জানিয়েছেন, সোমবার থেকে অঞ্চলটিতে মোবাইল সেবা চালু হতে যাচ্ছে। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানসাল শনিবার শ্রীনগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার থেকে মোবাইল সেবা ফিরতে শুরু করবে। এই পদক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার একটি ব্যারোমিটার। কেন্দ্র সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর থেকে অঞ্চলটিতে চরম অস্থিরতা বিরাজ করেছে। স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার ঘোষণার আগ দিয়ে অঞ্চলটিতে বিপুল পরিমান সেনা মোতায়েন করা হয়। বন্ধ করে দেয়া হয় পর্যটন সেবা। বিচ্ছিন্ন করে দেয়া হয় ল্যান্ডলাইন ও মুঠোফোন সংযোগ। গ্রেপ্তার ও আটক করা হয় অসংখ্য স্থানীয় নেতা, সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের। অধিকারকর্মীরা ভারতের এই পদক্ষেপকে অবৈধ দাবি করেছেন। পদক্ষেপটির ফলে থমথমে অবস্থা বিরাজ করছে কাশ্মীরে। নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।