Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামের ডিটেনশন ক্যাম্পেই বৃদ্ধের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

আসামের াগরিকপঞ্জি তালিকায় নাম না থাকায় ডিটেনশন ক্যাম্পেই রাখা হয়েছিল দুলাল পাল নামের ওই বৃদ্ধকে। যদিও পরিবারের দাবি ছিল, তিনি মানসিক ভারসাম্যহীন। নাগরিকপঞ্জি এবং তার আতঙ্কে মৃত্যুর ঘটনায় শিরোনামে রয়েছে আসামের নাম। সেই তালিকায় ফের এবার যোগ হলো ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু। আসামের নাগরিকপঞ্জির তালিকায় নাম না থাকায় ডিটেনশন ক্যাম্পেই রাখা হয়েছিল দুলাল পাল নামের ওই বৃদ্ধকে। দুলালবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ স‚ত্রে খবর, গুয়াহাটির সোনিতপুর জেলার আলিসিংহ গ্রামের বাসিন্দা ছিলেন দুলাল পাল। ২০১৭ সালের ১১ অক্টোবর থেকেই তেজপুর ডিটেনশন ক্যাম্পে ছিলেন এই বৃদ্ধ। সরকারী তথ্য অনুসারে, আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের দ্বারা ২৪ জন নাগরিককে ‘অবৈধ বিদেশি’ ঘোষণা করা হয়েছিল। ডিটেনশন ক্যাম্পে আটক এই ২৪ জনই মারা যায় গত তিন বছরে। জুলাই মাসে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হয়ে আসামের সংসদীয় বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানান, আসামের ছ’টি ডিটেনশন ক্যাম্পে এখনও পর্যন্ত মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান ক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ