Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে ৪ পোলিং এজেন্টের মোবাইল জব্দ

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১:৩২ পিএম

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চার পোলিং এজেন্টের মোবাইল জব্দ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের পোলিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে অবস্থান করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান চার প্রার্থীর পোলিং এজেন্টের মোবাইল ফোন জব্দ করেছেন।

প্রিসাইডিং অফিসার সফিকুল ইসলাম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে পোলিং এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার করতে দেখে তা জব্দ করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সফিকুল ইসলামের হেফাজতে দেন।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাধবপুরে ৪ পোলিং এজেন্টের মোবাইল জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ