Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশ্লীল আক্রমণে বিচলিত নন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তাকে অবমাননা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ট্রাম্পকে এই নিশ্চিয়তা দিয়েছেন যে, অশ্লীল ভাষায় আক্রমণ করে তাকে নির্বাচনি মাঠ থেকে বিতাড়ন করা যাবে না। বাইডেন শনিবার এক টুইটার বার্তায় লিখেছেন, অবমাননাকর বক্তব্য দিয়ে ট্রাম্প আমার বা আমার প্রতিবারের ক্ষতি করতে পারবে না। তিনি বলেন, তার বিরুদ্ধে কতটা অশ্লীল ভাষা বা শব্দ প্রয়োগ করা হলো তা নিয়ে তিনি মোটেই বিচলিত নন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে মিনিয়াপোলিস শহরে এক বক্তৃতায় অত্যন্ত অশোভন ভাষায় জো বাইডেনকে আক্রমণ করেন। তার ভাষা এতটা জঘন্য ছিল যে, বেশিরভাগ গণমাধ্যম তা উল্লেখ করা থেকে বিরত থেকেছে। তবে ট্রাম্প ওই বক্তৃতায় জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ১৫০ কোটি ডলার ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত করে বলেন, ‘তোমার পিতা কখনোই বুদ্ধিমান মানুষ বা ভালো সিনেটর ছিল না।’

স¤প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের টেলিফোনে কথোপকথনের জের ধরে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ওই টেলিফোনালাপে হান্টার বাইডেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর প্রবল চাপ প্রয়োগ করেন ট্রাম্প। হান্টার বাইডেন ইউক্রেনের একটি বৃহৎ গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। সূত্র : পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ