মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবে অতিরিক্ত মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার এক প্রতিবেদনে সউদীর রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। গত মাসে সউদীর তেল স্থাপনায় বড় ধরনের এক হামলার ঘটনার পর আঞ্চলিক প্রতিদ্ব›দ্বী ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে আরব উপদ্বীপের রাষ্ট্রটিতে প্রায় তিন হাজার সেনা ও আনুসাঙ্গিক সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দেয় ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সউদীর দুটি তেল প্ল্যান্টে চালানো ওই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করলেও হামলার জন্য ইরানকে দায়ী করে রিয়াদ ও ওয়াশিংটন। তেহরান অভিযোগ অস্বীকার করলেও হামলার জেরে সউদী আরব ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও তীব্র হয়। এর প্রেক্ষিতে সউদী আরবে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। সউদী আরব এই সেনা মোতায়েনের ব্যয় পরিশোধে সম্মত হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন। সউদী আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক সম্পর্ক ও সুপ্রতিষ্ঠিত অংশীদারিত্বের’ আলোকে এসব সেনা মোতায়েন হচ্ছে বলে এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে। এসপিএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।