মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের দিল্লিতে দুটি ফোন ও ৫৬ হাজার রুপিসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাতিজি দময়ন্তী বেন মোদির ব্যাগ ছিনতাই হয়েছে। শনিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসার অদ‚রেই ব্যাগ ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ব্যক্তিগত কাজে অমৃতসর থেকে নয়াদিল্লি যান দময়ন্তী। সেখানকার সিভিল লাইন এলাকার গুজরাটি সমাজ ভবনে তিনি একটি রুম আগে থেকেই বুক করেন। এদিন হোটেলটিতে ঢোকার সময় ছিনতাইকারীরা তার ব্যাগ কেড়ে নেয়। পরে স্থানীয় থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন তিনি। দময়ন্তী পুলিশকে জানান, মোটরসাইকেলে ছিল ছিনতাইকারীরা। তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। তারা হঠাৎ তার হাতে থাকা দুটি মোবাইল ফোন ও রুপির ব্যাগটি টেনে নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, তার ব্যাগে ৫৬ হাজার রুপি এবং বেশকিছু গুরুত্বপ‚র্ণ কাগজপত্র ছিল। তার অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।