Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর নোবেল ঠেকাতে আবরার হত্যাকাণ্ড: চট্টগ্রাম সিটি মেয়র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১০:২৪ এএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল পুরষ্কার ঠেকানোর ‘ষড়যন্ত্র’ দেখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘শান্তিতে নোবেল পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও সক্রিয়ভাবে বিবেচনায় ছিল। যেদিন নোবেল কমিটি পুরস্কার ঘোষণার জন্য বসেছে, সেদিন কিন্তু এ কাজটি (আবরার হত্যা) হয়েছে। এখানে তো দুরভিসন্ধি থাকতে পারে। ষড়যন্ত্র, চক্রান্ত থাকতে পারে, যাতে উনি (প্রধানমন্ত্রী) নোবেল প্রাইজটা না পান।’

গতকাল শনিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর বন্দর-পতেঙ্গা এলাকার জনদুর্ভোগ নিয়ে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় চসিক মেয়র এসব কথা বলেন। মেয়র নাছির বলেন, ‘আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এটা যারা করেছেন, তাদের কাছে তো দলের কোনো নির্দেশনা ছিল না। তারা অতি উৎসাহী হয়ে করেছেন। এখন খুঁজে বের করতে হবে তাদের দিয়ে এ কাজটা কেউ করিয়েছেন কি-না।’

আবরার হত্যা নিয়ে রাজনীতি হচ্ছে দাবি করে মেয়র বলেন, ‘বুয়েটের ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে। একটি চিহ্নিত গোষ্ঠী এ আন্দোলন করছে। কোটা আন্দোলনে প্রমাণ হয়েছে, এগুলো করা করাচ্ছে। এ আন্দোলনে শিবির-ছাত্রদলের নেতাকর্মীরা সম্পৃক্ত।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের শান্তি প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও নিরাপত্তা দিয়ে বিশ্বে নজির স্থাপন করেছেন।’

সিটি মেয়র বলেন, জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে- একথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এসব জলাবদ্ধতার জন্য আমরাও অনেকাংশে দায়ী। চট্টগ্রামে এক সময় অনেকগুলো পুকুর ও দিঘি ছিল। কিন্তু কালের ব্যবধানে চট্টগ্রাম শহর থেকে পুকুর ও দিঘি হারিয়ে যাচ্ছে। খালগুলো দখল হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবায় ডোর টু ডোর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করেছে। এরপরেও নগরবাসী প্রতিনিয়ত নালা-নর্দমায় ময়লা-আবর্জনা ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ শহর আপনার আমার সবার। এ শহরকে যদি আমরা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জহুর আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মাহমুদুল হোসেন খান, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, নিউমুরিং অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মফিজুর রহমান।



 

Show all comments
  • Sirajulislam ১৩ অক্টোবর, ২০১৯, ১২:১০ পিএম says : 0
    আপনার মোটা মাথা নিয়ে নোবেলের চিন্তা করে লাভ নেই আপনি দয়া করে একটু আপনার নগরী টার দিকে তাকান সপ্তাহখানেক আগে আপনার নগরী ঘুরে আসলাম সেই নগরীর দৈন্যদশা পথঘাট নোংরা রাতের বেলায় আলো শূণ্যতা যত্রতত্র গাড়ি পার্কিং বলতে গেলে এটা কোন বন্দরনগরী নয় এটা কোন সিটি করপোরেশনের নয় আপনি পুরো নগরী টাকে জঙ্গল বানিয়ে রেখেছে যেভাবে আপনার নগরের দিকে নজর দিন মানুষ উপকৃত হবে তেল মেরে হয়তো নিজে অনেক দূর যাওয়া যায় কিন্তু মানুষের উপকার হয় না
    Total Reply(0) Reply
  • Sirajul Islam ১৩ অক্টোবর, ২০১৯, ১:৪৩ পিএম says : 0
    Sorry Mr. Nasir,Nobelpreis Taka diye kenar kono shujog nai. Thakle apnar moto matha mota lok,apnar netri du-Charta kine felto.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র নাছির

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ