Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব আলো জাবিদ-শহিদুলের ব্যাটে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিন শেষে সুমনের ৫ উইকেট ও রকিবুল-তাইবুরের ব্যাটিং দৃঢ়তায় রাজশাহী বিভাগের বিপক্ষে শক্ত অবস্থানে আছে ঢাকা বিভাগ। অন্যম্যাচে মাহমুদউল্লাহ (৬৩) ব্যাটে রান আসলেও দিনের সব আলো কেড়ে নিয়েছেন জাবিদ-শহিদুল। তাদের নৈপুন্যে চট্রগ্রামের বিপক্ষে বড় লিগের দিকে ঢাকা মেট্রো। রবিউলের ৭৬ রানে ভর করে রংপুরের বিপক্ষে ভালো অবস্থানে খুলনা। বরিশালের পক্ষে মোহাম্মদ আশরাফুল (৬) রান না পেলেও তার সতীর্থ শাহরিয়ার নাফিসের (৬৩) ব্যাটে ছিলো আলো। তিনি ছাড়াও ফজলে রাব্বির ব্যাটে এসেছে ৭০ রান।

সকালে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে প্রথম ইনিংসে দলকে লিড এনে দিলেন সুমন খান। প্রথম ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলা তাইবুর রহমান দাঁড়িয়ে গেলেন এবারও। দারুণ সঙ্গ পেলেন রকিবুল হাসানের। তাদের দৃঢ়তায় রাজশাহীকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে রয়েছে ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান করেছে ঢাকা। প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যাওয়া রাজশাহীর চেয়ে ২৪৯ রানে এগিয়ে আছে তারা। তাইবুর ৬৭ ও সুমন ১ রানে ব্যাট করছেন।

শামসুর রহমান শুভ ও মাহমুদউল্লাহর ফিফটির পরও ঢাকা মেট্রোর লিড পাওয়ার সম্ভাবনা মাঝে ফিকে হয়ে গিয়েছিল। সেখান থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন জাবিদ হোসেন ও শহিদুল ইসলাম। তৃতীয় দিনের খেলা শেষে মেট্রোর সংগ্রহ ৭ উইকেটে ৩৪৯ রান। কিপার-ব্যাটসম্যান জাবিদ ৮১ ও শহিদুল ৮২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ১৪৮ রানের জুটিতে দলকে এনে দিয়েছেন ৫৯ রানের লিড। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শুরু করেছিলো মেট্রো। তৃতীয় দিনের খেলা শেষে মেট্রোর সংগ্রহ ৭ উইকেটে ৩৪৯ রান। কিপার-ব্যাটসম্যান জাবিদ ৮১ ও শহিদুল ৮২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ১৪৮ রানের জুটিতে দলকে এনে দিয়েছেন ৫৯ রানের লিড।

জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো খেলতে নেমে নিজেকে মেলে ধরলেন ইমরানউজ্জামান। রবিউল ইসলাম রবিও পেলেন ফিফটির দেখা। সেঞ্চুরি জুটিতে দুই ওপেনার দলকে দাঁড় করালেন শক্ত ভিতের উপর। প্রথম ইনিংসে রংপুরকে দ্রুত গুটিয়ে দেওয়া খুলনা রয়েছে বড় সংগ্রহের পথে। সাবেক দুই চ্যাম্পিয়নের মধ্যে প্রথম স্তরের ম্যাচে ৩ উইকেটে ১৯২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে খুলনা। ৭ উইকেট হাতে নিয়ে ৩৫ রানে পিছিয়ে আছে তারা। ২৭ রানে ব্যাট করছেন ইমরুল কায়েস, ৭ রানে সৌম্য সরকার। এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ১৬৯ রান নিয়ে দিন শুরু করা রংপুরকে ২২৭ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।

সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে আশরাফুলের দল। কিন্তু ব্যাট হাতে তিনি রান করতে পারেননি। তাই পূর্ণ উদ্যমে এবারের জাতীয় লিগটি খেলতে এসে প্রথম দফায় তাকে ব্যর্থই বলা চলে। কেননা আউট হয়ে ফিরেছেন মাত্র ৬ রান করে। তবে আশরাফুল না পারলেও, প্রথম ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন তার সতীর্থ শাহরিয়ার নাফীস। বরিশালকে ব্যাটিংয়ে পাঠাতে এখনও ১১৯ রান করতে হবে সিলেটকে। হাতে আছে ৮ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৪০
রাজশাহী বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ১৭৩/৬) ৭৭.৫ ওভারে ১৯৭ (জহুরুল ৬৪, রেজা ১৬, তাইজুল ৫, শফিউল ১০, শফিকুল ০*; শাহাদাত ৭-১-২২-০, সুমন ৫/৫০, শাকিল ৩/৪৭, অপু ১/৪৫, শুভাগত ১/৩১)
ঢাকা বিভাগ ২য় ইনিংস: ৮০ ওভারে ২০৬/৬ (মজিদ ৮, রনি ২০, জয়রাজ ৩০, রকিবুল ৬৫, তাইবুর ৬৭*, শুভাগত ১০, শাকিল ০, নাজমুল ০, সুমন ১*; শফিউল ০/২১, রেজা ২/২৯, শফিকুল ০/৩৯, তাইজুল ৩/৮২, অভিষেক ০/১০, সাব্বির ০/২১)

চট্টগ্রাম ১ম ইনিংস: ২৯০
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ৬৬/২) ১২২ ওভারে ৩৪৯/৭ (শামসুর ৫৫, মার্শাল আহত অবসর ২১, মাহমুদউল্লাহ ৬৩, আল আমিন জুনিয়র ৫, সৈকত ৫, জাবিদ ৮১*, সানি ৬, শহিদুল ৮২*; নোমান ১/৬৮, রনি ১/৫২, মেহেদি ০/৫৮, আফ্রিদি ৩/১০৩, মাসুম ১/৩৮, মুমিনুল ০/১১)
রংপুর ১ম ইনিংস: (আগের দিন ১৬৯/৫) ১০০.১ ওভারে ২২৭ (তানবীর ৬৪, শুভ ৫০; আল আমিন ২৩-১০-৪৯-২, রুবেল ২/৪৭, রাজ্জাক ৪/৮১, সৌম্য ১/৭, নাহিদুল ০/২৫,মইনুল ১/১৩)

খুলনা ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৯২/৩ (রবিউল ৭৬, ইমরান ৭১, ইমরুল ২৭*, তুষার ২, সৌম্য ৭*; শুভাশিস ০/৩০, রবিউল ১/৪৫, শুভ ০/২৬, সাজেদুল ০/২১, আলাউদ্দিন ০/৩১, তানবীর ১/২৩, মাহমুদুল ১/৯)
সিলেট ১ম ইনিংস : ৮৬ ও ২য় ইনিংস : ২৭/২ (ইমতিয়াজ ১৪*, তুষার ০, জাবেদ ১১, ইনামুল জুনিয়র ১*; রাব্বি ০/১২, নুরুজ্জামান ১/১২, রাসেল ১/২)

বরিশাল ১ম ইনিংস : ২৩১/৮ (ডিক্লে.) (নাফিস ৬৩, রাফসান ৩৩, ফজলে ৭০, আশরাফুল ৬, সৈকত ৫, নুরুজ্জামান ১, অনিক ১১*, মনির ২, রাব্বি ১৯, তানভির ০*; ইমরান ১/৪২, রুবেল ১/৭৩, রেজাউর ৩/৭৪, শাহানুর ০/৯, কাপালি ২/১৫, এনামুল জু. ১/১২)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ