মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের চলমান সেনা অভিযানে সবুজ সংকেত দেয়ার পর এবার ওই অভিযানের নিন্দা জানাল ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, সিরিয়ায় তুর্কি সেনা অভিযানের পরিণতি হবে ভয়াবহ। তিনি সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফ’র নিয়ন্ত্রিত এলাকায় চলমান সামরিক অভিযান বন্ধ করতেও আঙ্কারার প্রতি আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অভিযানের মাধ্যমে তুরস্ক নিজেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করে ফেলেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় তুর্কি সেনা অভিযানের বিরুদ্ধে কথা বলছেন যখন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ সেরেই সিরিয়ায় সেনা অভিযানের নির্দেশ দেন। ওই টেলিফোনালাপের পর হোয়াইট হাউজ ঘোষণা করে, সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ওয়াশিংটন। অপর এক খবরে বলা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত মার্কিন সৈন্যরা শুক্রবার তুরস্কের বিভিন্ন অবস্থান থেকে ছোঁড়া কামান হামলার শিকার হয়েছে। এ ব্যাপারে ওয়াশিংটন হুঁশিয়ার করে বলেছে, যুক্তরাষ্ট্র ‘তাৎক্ষণিক প্রতিরক্ষা পদক্ষেপ’ নিয়ে আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত রয়েছে। মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার কোবানি শহরের কাছে তাদের ফাঁড়ির কয়েকশ’ মিটারের মধ্যে স্থানীয় সময় রাত নয়টার দিকে কামান হামলার খবর নিশ্চিত করেছে। এ এলাকায় মার্কিন সৈন্য রয়েছে তুরস্ক তা জানতো। নৌবাহিনীর ক্যাপ্টেন ব্রুক ডিওয়াল্ট এক বিবৃতিতে বলেন, তবে হামলায় ‘যুক্তরাষ্ট্রের কোন সৈন্য আহত হয়নি। ওয়াশিংটন কোবানি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেয়নি।’ আপাতভাবে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তর প‚র্বাঞ্চলে তুরস্কের অভিযান চালানোর ব্যাপারে সবুজসংকেত দিয়েছেন এবং এ কারণে তিনি কঠোর সমালোচনার মুখে পড়েন। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।