Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লি হাইকোর্টের নতুন বয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

প্রেমিক-প্রেমিকার উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন হওয়ার পর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ করলে তা কোনওভাবেই অপরাধ বলে ধরা হবে না। এমন রায় দিল দিল্লির হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট এও বলে, প্রেমিকা যদি যৌন সম্পর্কে না বলে, তাহলে যেমন তার মতকে সম্মান জানানো বাধ্যতাম‚লক, তেমনই হ্যাঁ বলার মানে হ্যাঁ-ই থাকবে। জানা গেছে, ২০১৬ সালে প্রেমিকের সঙ্গে একটি হোটেলের ঘরে স্বেচ্ছায় যান এক যুবতী। সেখানে দুজনের মিলিত সম্মতিতেই যৌন সম্পর্ক স্থাপিত হয়। যুবতীর দাবি, সেই সময়ে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন প্রেমিক। কিন্তু তারপরেই তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেন। খবরে বলা হয়েছে, এর পরই থানায় ধর্ষণের অভিযোগ করেন ওই যুবতী। কিন্তু পরবর্তীতে তার কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। তাতেও লাভ হয়নি। কারণ এই মামলার শুনানিতে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিয়ে বিচারপতি বিভু বাখরু বলেছেন, দুই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ স্বইচ্ছায় শারীরিকভাবে মিলিত হলে এবং পরে প্রেমিক আর সম্পর্ক রাখতে না চাইলে ভারতীয় দন্ডবিধিতে তাঁকে কোনো ভাবেই অপরাধী বলা যাবে না। আদালত এও জানায়, যুবতীকে যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও তিনি প্রমাণ করতে পারেননি। এমনকি নিজের ডাক্তারি পরীক্ষা করাতেও রাজি হননি। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ