মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার উত্তর প‚র্বাঞ্চলে তুরস্কের বিমান ও মর্টার হামলার মধ্যেই কুর্দি নিয়ন্ত্রিত শহর কামিশলিতে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) গাড়িবোমা হামলা চালিয়েছে। শুক্রবারের এ হামলায় তিন বেসামরিক নিহত ও আরও নয়জন আহত হয়েছে বলে সেখানকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত সপ্তাহের মঙ্গলবার থেকে আঙ্কারার ‘অপারেশন পিস স্প্রিং’ শুরুর পর ওই অঞ্চলে এটিই আইএসের প্রথম হামলা, বলছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কুর্দি ওয়াইপিজি গেরিলারা সিরিয়া থেকে আইএস বিতাড়নে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছিল। জঙ্গিগোষ্ঠীটির ‘খিলাফত’ ধসিয়ে দেয়া কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) হাতেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পর দেশটির সবচেয়ে বড় অংশের নিয়ন্ত্রণ ছিল। আইএসের আটক জঙ্গিদের যে কারাগারগুলোতে রাখা হয়েছে সেগুলোও ছিল এসডিএফের তত্ত্বাবধানে। তুর্কি বাহিনীর তীব্র গোলাবর্ষণে বিপর্যস্ত কুর্দি নিয়ন্ত্রণাধীন সিরিয়ার সবচেয়ে বড় শহর কামিশলির একটি কারাগার থেকে ৫ জঙ্গি পালিয়েছে বলে কুর্দিরা আগেই জানিয়েছিল। জঙ্গিগোষ্ঠীটির সদস্য বিদেশি এক নারী পরে নিরাপত্তারক্ষীদের লাঠি ও পাথর দিয়ে আঘাত এবং তাঁবুতে আগুন ধরাতে গিয়ে ধরাও পড়েছেন, বলেছে
তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।