Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শীর্ষ ধনী মুকেশ, দ্বিতীয় আদানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

২০১৯ সালের ধনীতম ভারতীয়দের তালিকায় শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ১৪০ কোটি মার্কিন ডলার। মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ প্রকাশিত তালিকায় গত ১২ বছর ধরেই এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ৬২ বছর বয়সী এই ভারতীয় শিল্পপতি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তার মোট সম্পদের পরিমান ১ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার। আট ধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে এসেছেন আদানি। এছাড়াও প্রথম দশে আছেন হিন্দুজা ব্রাদার্স, কনস্ট্রাকশন টাইকুন পালোনজি মিস্ত্রি, ব্যাঙ্কার উদর কোটাক, টেক টাইকুন শিব নাদার, উদ্যোগপতি রাধাকৃষ্ণ দামানি, গোদরেজ পরিবার, স্টিল ব্যারন লক্ষী মিত্তাল এবং শিল্পপতি কুমার বিড়লা। পাশাপাশি প্রথম ১০০ ভারতীয় বিত্তবান ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ছয়টি নতুন মুখ। এর মধ্যে রয়েছেন শিক্ষাম‚লক এপ বাইজুর প্রতিষ্ঠাতা ৩৮ বছর বয়সী রবীন্দ্রন বাইজু, হলদিরাম ভুজিওয়ালার মনোহর লাল এবং মধুস‚দন আগরওয়াল, বাথরুম সামগ্রী প্রস্তুতকারক জাকুয়ারের রাজেশ মেহরা। এই তালিকায় গত বছর দ্বিতীয় স্থানে অবস্থান করা উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজী এবারে ১৭ তম স্থানে নেমে গেছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ