মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, ৫৪ বছর আগে মহাকাশে হাঁটা প্রথম মানব এলেক্সেই লিওনভ মস্কোতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। খবর যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, লিওনভ শুক্রবারে মারা গেছেন। তবে এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি বিবৃতিটিতে। লিওনভ ১৯৬৫ সালের ১৮ মার্চ ভসখদ টু ক্যাপস্যুল থেকে বের হয়ে মহাকাশে হাঁটাহাঁটি করেন। দশ বছর পর মহাকাশে তার দ্বিতীয় সফরে তিনি সোভিয়েত হাফ অব দ্য এপোলো-সোয়ুজ ১৯ মিশনের নেতৃত্ব দেন। স্নায়ুযুদ্ধের চরম মুহ‚র্তে পরিচালিত সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রথম যৌথ মহাকাশ মিশন ছিল এটি। গত মে মাসে ৮৫ বছরে পদার্পণ করেন এই মহাকাশচারী। রসকসমস জানিয়েছে, মস্কোর বাইরের একটি সামরিক স্মারক সমাধিক্ষেত্রে লিওনভের শেষকৃত্য সম্পন্ন করা হবে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।