Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলোরাডোতে তুষারঝড় লস এঞ্জেলেসে দাবানল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

তাপমাত্রা শ‚ন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে তুষারঝড় হচ্ছে। বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ডেনভার শহরের সড়ক এক থেকে ৩ ইঞ্চি পর্যন্ত বরফে ছেঁয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। গুরুত্বপ‚র্ণ সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। কলোরাডোতে ঘুরতে যাওয়া বহু পর্যটক বিপাকে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা হোটেলে বসে থেকেই সময় পার করতে হচ্ছে তাদের। মার্কিন আবহাওয়া দপ্তর বলছে, আগামী এক সপ্তাহ এরকম পরিস্থিতি থাকতে পারে। অপর এক খবরে বলা হয়, একটি দ্রæতগতির দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের উত্তরাঞ্চলের চার হাজারের বেশি একর অঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে কয়েক হাজার মানুষ বসতবাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছেন। খবর যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির। এই দাবানলের ফলে ১২ হাজার ৭০০টি বসতবাড়ির বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এসব বসতবাড়ির কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে লস এঞ্জেলেসের প‚র্বাঞ্চলে একটি আবর্জনার স্ত‚পে রেখে যাওয়া জ্বলন্ত ছাই থেকে আরেকটি দাবানল ছড়িয়ে পড়েছে। বৈদ্যুতিক লাইনগুলো থেকে যেন দাবানল ছড়িয়ে না পড়ে সেজন্য অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় ইউটিলিটি এই সপ্তাহে কমপক্ষে সাত লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। দমকা হাওয়া, উষ্ণ তাপমাত্রা এবং কম আর্দ্রতার কারণে এই দাবানল বেড়েই চলেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির পার্বত্যাঞ্চলে ঘণ্টায় ৭৫ মাইল এবং উপক‚লীয় অঞ্চলে ঘণ্টায় ৫৫ মাইল দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে। দুটি প্রধান হাইওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। লস এঞ্জেলেস টাইমস জানায়, এক লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আছে। কর্তৃপক্ষ বসতবাড়ি থেকে পালাতে বাধ্য হওয়া মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ