Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে জমি বিক্রেতাকর্তৃক গ্রহীতাকে হত্যা চেষ্টার অভিযোগ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ৭:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক জমি বিক্রেতাকর্তৃক গ্রহীতাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমি গ্রহীতা হাসান আলী (৪০) আহত হয়ে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তি সিংরইল বাঁশবাড়িয়া গ্রামের আজাদ সেলিম (খোকন) এর ছেলে।

অভিযোগে জানাগেছে, গত শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ফতেপুর ইউপির সিংরইল বাজার সংলগ্ন কাউসার আলীর বাড়িতে কাউসারের স্ত্রী জমির মালিক কামরুন্নাহার বেবী (৪০) ও ছেলে সমাজ (২৫)কর্তৃক জমিগ্রহীতা হাসান আলীকে শ্বাসরোধ ও গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়।

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১নম্বর কেবিনে চিকিৎসাধীন আহত হাসান আলীর সাথে শনিবার সকালে কথা বলে জানাগেছে, সিংরইল বাজারে দোকানঘর নির্মাণের জন্য মূল্য নির্ধারণপূবর্ক ৩ শতাংশ জমি ক্রয়ের নিমিত্তে কামরুন নাহার ও তার ছেলে সমাজকে কয়েক দফায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ঘটনার পূর্বমহুর্তে সুকৌশলে কামরুন নাহার তার ছেলে সমাজের মাধ্যমে হাসান আলীকে ননজুডিশিয়াল স্ট্যাম্পে টাকার পরিমাণ উল্লেখ করার কথা বলে বাড়িতে ডেকে নেয়। বাড়িতে প্রবেশের পর কথোপকথনের এক পর্যায়ে হাসানকে ঝাপটে ধরে শ্বাসরোধ ও গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তাদের সাথে হাসানের ধস্তাধস্তি ও আত্মচিৎকারে নিকটস্থ বাজর এলাকার লোকজন গোঙানি ও চিৎকার শুনতে পেয়ে ছুটে এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকির একপর্যায়ে বাড়ির গৃহিনী কামরুন্নাহার দরজা খুলে দিলে এলাকার লোকজন বাড়িতে প্রবেশ করে হাসান আলীকে আহত ও নিস্তেজ অবস্থায় উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় হাসান আলীর পিতা আজাদ সেলিম বাদী হয়ে ছেলেকে হত্যা চেষ্টার একটি অভিযোগ ১২ অক্টোবর নাচোল থানায় দায়ের করেছেন। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁপাইনবাবগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ