Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ৪:৫৩ পিএম

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে কামরুন্নাহার (৩২) নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তিনি যশোর জেলার শার্শা উপজেলার পাঁচকাইবা গ্রামের আজিজুল সরদারের স্ত্রী। শনিবার ভোরে র‌্যাব-৮ এই ফেন্সিডিল উদ্ধার করে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৩টার দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকার তামিম রেস্টুরেন্টের সামনে থেকে কামরুন্নাহারের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়। সূত্র আরো জানায়, ধৃত আসামী ফেন্সিডিল ঢাকায় মাদক ব্যবসায়ীদের নিকটে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ