মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের কাছ থেকে কেনা ৩৬টি রাফালের প্রথম চালান ভারত হাতে পাওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলে গত কয়েক দিন ধরে সেখানকার সংবাদ মাধ্যমে বেশ হৈচৈ চলছে। এরই মাঝে পরোক্ষভাবে পাকিস্তান সরকার তার প্রবল প্রতিদ্ব›দ্বী ভারতকে সতর্ক করে দিয়ে পরিস্থিতি স্পষ্ট করতে চাইছে।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর গত বৃহস্পতিবার পরোক্ষভাবে দক্ষিণ এশিয়া অঞ্চলকে অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে না দিতে ভারতকে সতর্ক করে দিয়েছে। ভারতের নাম উল্লেখ না করেই পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বলেন, সীমান্তের ওপার থেকে আকাশ পথে আসা যে কোন হামলা মোকাবেলায় পাকিস্তান সক্ষম।
দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহŸান জানিয়ে তিনি ভারতসহ সবাইকে গত ২৭ ফেব্রæয়ারি আকাশ যুদ্ধের পরিণতি মনে করিয়ে দেন। ওই যুদ্ধে ভারতের জঙ্গিবিমান ভ‚পাতিত করে পাকিস্তান এবং একজন ভারতীয় পাইলটকে আটকে করে।
ড. ফয়সাল বলেন, ২৭ ফেব্রæয়ারির পর্ব গোটা বিশ্ব দেখেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার নওশেরা সেক্টরে ভারত ও পাকিস্তানের জঙ্গিবিমানের মধ্যে ওই ডগফাইট হয়। এর আগের দিন পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়ে কথিত জঙ্গিশিবির ধ্বংসের দাবি করে ভারতীয় বিমান বাহিনী। ডগ ফাইটে পাকিস্তান বিমান বাহিনী একটি ভারতীয় মিগ-২১ বিসান জেট ঘায়েল করে। এর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানের সেনারা। শুভেচ্ছার নিদর্শন হিসেবে পাকিস্তান ১ মার্চ এই ভারতীয় পাইলটকে মুক্তি দেয়।
পাকিস্তানী মুখপাত্র বলেন, পাকিস্তান কোন অস্ত্র প্রতিযোগিতায় জড়াতে চায় না। মানব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার প্রতি বর্তমান সরকারের মনযোগ। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।