Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের ৪০টি রাজনৈতিক দলকে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসির সহকারী সচিব রওশন আরা দলগুলোর সম্পাদকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী, বিগত পঞ্জিকা বছর অর্থাৎ ২০১৫ সালে কোন খাতে কত টাকা আয়-ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য ইসি নির্ধারিত ছক অনুযায়ী দলগুলোকে কোনো অডিট ফার্মের মাধ্যমে তৈরি করা প্রতিবেদন দাখিল করতে হবে।
২০১৫ সালে ২০১৪ সালের হিসাব জমা নেয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছিল ইসি। আরপিও অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব না দিলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
এদিক থেকে বাংলাদেশ সাম্যবাদী দলের জন্য এবারই শেষ সময় বলে জানিয়েছে ইসি সূত্র। কেননা, দলটি গত দুই বছর ধরে কোনো হিসাব জমা দেয়নি। এছাড়াও বিকল্প ধারা বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গত বছরের হিসাব জমা দেয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ