নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রেকর্ড গড়ায় যেন কোন ক্লান্তি নেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। প্রতিনয়তই তার ব্যাটে ভাঙে অসংখ্য রেকর্ড। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনেতে গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ২৫৪ রানের ইনিংসে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তী ডন ব্রাডম্যানের আইকনিক ফিগার ৬৯৯৬ রান।
টেস্ট ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি তুলে নেয়ার দিনে তিনি দ্বিশতকের সংখ্যায় পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের। পুনে টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের শুরুতে ২০০ রান পূরণ করে ৭ ডাবল সেঞ্চুরিতে কোহলি বসেছেন ওয়ালি হ্যামন্ড ও মাহেলা জয়াবর্ধনের পাশে। ২০০ বা তার বেশি রানের ইনিংস সংখ্যায় তার সামনে আছেন কেবল কিংবদন্তি ব্র্যাডম্যান (১২), কুমার সাঙ্গাকারা (১১) ও ব্রায়ান লারা (৯)। ইতিমধ্যেই ভারতীয় অধিনায়ক পেছনে ফেলেছেন ছয় ডাবলের মালিক টেন্ডুলকার, পন্টিং, ইউনিস খান, জাভেদ মিয়াঁদাদ, বীরেন্দর শেবাগ ও মারভান আতাপাত্তুকে।
৮১ টেস্ট খেলতে নামা কোহলি ছুঁয়েছেন ৭ হাজার রানের মাইলফলক। তাতে ছাড়িয়ে গেছেন ব্র্যাডম্যানের ৬ হাজার ৯৬৬ রান, যদিও মাত্র ৫২ টেস্টে রানের পাহাড় গড়ে গিয়েছেন ক্রিকেটের সর্বকালের সেরা হিসেবে বিবেচিত এই অস্ট্রেলিয়ান।
চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান পূরণ করেছেন কোহলি। ১৩৮ ইনিংসে মাইলফলকটি স্পর্শ করে বসেছেন সাঙ্গাকারা ও স্যার গ্যারি সোবার্সের পাশে। দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডটা রয়েছে হ্যামন্ডের দখলে। টেস্ট অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচে নামা কোহলি ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন নবমবারের মতো, এখানেও ভেঙেছেন ব্র্যাডম্যানের (৮) রেকর্ড। কোহলি তার প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেন ২০১৬ সালের জুলাইয়ে। সেই হিসাবে ৭টি দ্বিশতক পেয়েছেন তিনি মাত্র ৪০ টেস্টে। ব্র্যাডম্যানের ১২ ডাবল এসেছে তার ক্যারিয়ারের ৫২ টেস্টে।
অধিনায়কের বীরোচিত ইনিংসের বদৌলতে ৫ উইকেটে ৬০১ রানে ইনিংয়স ঘোষণা করেছে স্বাগতিকরা। দিনের শেষে ১৫ ওভার ব্যাট করে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। ৭ উইকেট হাতে নিয়ে এখনও ৫৬৫ রান পিছিয়ে আছে সফরকারিরা।
ভারত ১ম ইনিংস : ৬০১/৫ (ডিক্লে) (আগারওয়াল ১০৮, রোহিত ১৪, পুজারা ৫৮, কোহলি ২৫৪*, রাহানে ৫৯, জাদেজা ৯১; ফিল্যান্ডার ০/৬৬, রাবাদা ৩/৯৩, নর্টজি ০/১০০, মজারাজ ১/১৯৬, এলগার ০/২৬, মারক্রাম ০/১৭)
দ.আফ্রিকা ১ম ইনিংস : এলগার ৬, মার্করাম ০, ব্রæয়েন ২০*, বাভুমা ৮, নর্টজি ২*; ইশান্ত ০/১৭, যাদব ২/১৬, জাদেজা ০/০, শামি ১/৩)। দ্বিতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।