Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ফাইনালে সাকিবের বার্বাডোজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:১০ এএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফাইয়ারে গতবারের চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। সিপিএলে ২০১৬ সালের পর দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি সাকিব আল হাসানের দলের।

শেষবার বার্বাডোজ ফাইনালে উঠেছিল ২০১৫ সালে, পোলার্ড ছিলেন অধিনায়ক। চার বছর পর সেই পোলার্ডের ত্রিনবাগোকে হারিয়ে ফাইনালে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের সামনে উত্তেজনায় ঠাসা ম্যাচটি জিতেছে তারা।
শেষ ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ১৪ রান। স্ট্রাইকে ছিলেন প্রসন্ন, তাকে এলবিডাবিøউ করেন রেইফার। তাতে যেন স্বাগতিকদের জয়ের আশা শেষ হয়ে যায়। ২৭ বলে ৫১ রানে আউট হন লঙ্কান ব্যাটসম্যান। তৃতীয় বলে ফিরে যান পিয়েরে। ১৯.৩ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়নরা। হ্যারি গার্নি, হেইডেন ওয়ালশ, রেইফার ও নার্স বার্বাডোজের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন। সাকিব বল হাতে ছিলেন নিষ্প্রভ। ২ ওভারে ২৭ রান দেন তিনি, ছিলেন উইকেটশুন্য।

গতপরশু রাতে মৌসুমী বৃষ্টিতে ম্যাচ শুরু হয়েছিল দেড় ঘণ্টা পর। জেপি ডুমিনি রিটায়ার্ড হার্টে যেতে বাধ্য হন। ১১২ রানে বার্বাডোজ হারায় ৬ উইকেট। সব কিছুই ছিল তাদের প্রতিকূলে। কিন্তু অ্যাশলে নার্স ও রেমন রেইফারের ঝড়ে ৬ উইকেটে ১৬০ রান তোলে তারা। শেষ দুই ওভারে তাদের জুটিতে এসেছে ৪২ রান। রেইফার ১৮ বলে ২৪ ও নার্স ৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন।

ইনিংস সেরা ৩৫ রান ছিল জনসন চার্লসের ব্যাটে। তার সঙ্গে ২৪ রানের জুটি গড়েন সাকিব। বাংলাদেশি ব্যাটসম্যান ১২ বলে একটি করে চার ও ছয়ে ১৮ রান করে খারি পিয়েরেকে ফিরতি ক্যাচ দেন। পক্ষে আলী খান, পিয়েরে ও ক্রিস জর্ডান দুটি করে উইকেট নেন।

তিন বছর আগে সাকিব সিপিএল ট্রফির স্বাদ পেয়েছিলেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। সেবারের ফাইনালেও বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতিপক্ষ ছিল গায়ানা। এবার গায়ানা ১১ ম্যাচের সবগুলো জিতে শিরোপা লড়াইয়ে। সাকিবের মতো বার্বাডোজের সামনেও দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আজ রাতে ত্রিনবাগোর এই মাঠেই হবে ফাইনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ