Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে আইডিয়াল স্কুলে মানববন্ধন

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখার সম্মুখে শত শত অভিভাবক ৫ম শ্রেণীর পিইসি পরীক্ষা অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পান্না ইয়াসমিন, শারমিন সুলতানা, সোনালী আক্তার, মিনি বেগম, লাভলী আক্তার প্রমুখ। বক্তারা বলেন, শৈশব ধ্বংসকারী ৫ম শ্রেণির পিইসি পরীক্ষা এ বছরই বাতিল করতে হবে। প্রধানমন্ত্রীকে এ পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়ার জন্য অভিভাবকরা আহŸান জানান। অভিভাবকরা বলেন, শিক্ষকরা কেন তাদের নির্দিষ্ট সময়ের ক্লাসের মধ্যে সুনির্দিষ্ট বিষয়কে বোঝাতে পারছেন না। এক্ষেত্রে শিক্ষকের ঘাটতি কোথায় তা বিচারের দাবি রাখে। শিক্ষকরা অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের বাধ্য করছে কোচিংয়ে অংশ নিতে। ভয়-ভীতি দেখিয়ে কোচিং-এ পাঠাতে বাধ্য করছে। এ কারণে স্কুলে স্কুলে কোচিং ব্যবসা বন্ধের দাবিতে অভিভাবকরা আন্দোলন করছে। তারা আরো বলেন, প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত উন্নতি হওয়ায় ৫ম শ্রেণির পিইসি পরীক্ষার অকার্যকারিতা প্রমাণিত হয়েছে। তাই ২০১৭ সাল নয়, এ বছরই পিইসি পরীক্ষা বাতিল করতে হবে। লাখ লাখ কোমলমতি শিশুদের কষ্ট লাঘব করে তাদের সুস্থ মানসিক বিকাশের জন্য এবছর থেকেই পিইসি পরীক্ষা বাতিল করার জন্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দসহ প্রধানমন্ত্রীর ঘোষণা দাবি জানাচ্ছি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে আইডিয়াল স্কুলে মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ