Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোটেবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে মাই বাইসাইকেল

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অং রাখাইন পরিচালিত মাই বাইসাইকেল চলচ্চিত্রটি স¤প্রতি ইউরোপের অন্যতম মযার্দাপূর্ণ চলচ্চিত্র উৎসব ৩৯তম গোটেবার্গ ফিল্ম ফেস্টিভ্যাল-এর নিউ ভয়েস বিভাগে আমন্ত্রিত হয়েছে। সুইডেনের গোটেবার্গ শহরে অনুষ্ঠিতব্য এই উৎসবের বিভিন্ন ভেন্যুতে ২ ফেব্রæয়ারি পর্যন্ত চলচ্চিত্রটির চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীগুলোতে পরিচালক অং রাখাইন উপস্থিত থেকে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। এর আগে মাই বাইসাইকেল এস্তোনিয়ায় অনুষ্ঠিত তালিন বø্যাক নাইট ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে। রাশিয়ায় অনুষ্ঠিত সিলভার আকবুজাত অ্যাথনিক ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে চলচ্চিত্রটি ইতোমধ্যে শ্রেষ্ঠ চিত্রনাট্যের সম্মান অর্জন করেছে। এছাড়াও গত সপ্তাহে গুরুত্বপূর্ণ নৃ-তাত্তি¡ক চলচ্চিত্র উৎসব বলে স্বীকৃত ফিনল্যান্ডের স্কাবমোগাভেট ফিল্ম ফেস্টিভ্যাল-এ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। অং রাখাইন তার নির্মিত প্রথম চলচ্চিত্র মাই বাইসাইকেল-এ বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের দৈনন্দিন জীবনের ভেতরের গল্পটিকে সহজ ভাষায় উপস্থাপন করেছেন নান্দনিক কাহিনি ও শৈল্পিক দৃশ্যের মাধ্যমে। একটি সাইকেলকে কেন্দ্র করে অন্ত্যজ পাহাড়ী গ্রামের একটি পরিবার কীভাবে নিজেদের জীবন ও জীবিকা টিকিয়ে রেখেছে মাই বাইসাইকেলে তাই তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, নৃ-ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোটেবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে মাই বাইসাইকেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ