Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযানে আশাবাদী পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তরপুর্ব সিরিয়ায় তুরস্কের সামরিক বাহিনীর অভিযানকে সমর্থন করছে, তবে নিজেদের বিবেচনায় এ ব্যাপারে কিছু সীমারেখাও টেনে দিয়েছে। তবে এই আক্রমণ যেন সিরিয়া অঞ্চলে তুরস্কের স্থায়ী দখলে পরিণত না হয়, এমন মতামত ব্যক্ত করেছেন জনৈক বিশ্লেষক। বিশেষজ্ঞরা মনে করছেন, তুরস্কের এই আক্রমণ অভিযানকে ক্রেমলিন মেনে নেয়ার পরিবর্তে এ রকম প্রত্যাশাও রয়েছে যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার ভবিষ্যৎ সম্পর্কে মস্কোর পরিকল্পনা মেনে নেবেন। আর তা হচ্ছে রাশিয়ার মিত্র প্রেসিডেন্ট বাশার আল আসাদ গোটা সিরিয়ায় নিজের নিয়ন্ত্রণ পুনঃস্থাপন করবেন। সিরিয়ার সীমান্ত শহর তেল আবিয়াদ ও রাস আল আইন এবং উত্তর পুর্বাঞ্চলীয় সিরিয়ায় কুর্দিদের কার্যত রাজধানী কামিশলিতে কুর্দি অবস্থানগুলোতে তুরস্ক তার আক্রমণ অভিযান শুরু করার আগে রাশিয়া ও তুরস্কের নেতারা ফোনে আলাপ করেছেন। প্রেসিডেন্ট পুতিন এবং এরদোগানের মধ্যে ফোনালাপের অনুলিপি ছিল সংক্ষিপ্ত এবং তাতে এ রকম আভাষ পাওয়া যায় যে এই পর্যায়ে আংকারা সরকারের ইচ্ছে দরকষাকষির বাইরে থাকা। কর্মকর্তারা বলছেন যে এরদোয়ান পুতিনকে বলেছেন যে তার এই অভিযান সে দেশে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং শান্তি প্রক্রিয়ার পথ উন্মোচিত করবে। রাশিয়া আট বছর ব্যাপী এ্ই সংঘাতের নিষ্পত্তি করতে এই প্রক্রিয়াকে সমর্থন করে। ভয়েস অব আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ