Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মিগুয়েল ফের কিউবার প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

আবারও কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মিগুয়েল দিয়াজ ক্যানেল। বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদ পুনরায় তাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। চলতি বছর জুলাইয়ে ৪৩ বছর পর সংবিধান সংশোধন করে নতুন এক আইন করে দেশটির সরকার। এতে করে প্রতিনিধি পরিষদের ওপর তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা আসে। সে অনুযায়ী বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচন করেন পার্লামেন্ট সদস্যরা। উপস্থিত ৫৮০ জনের মধ্যে ৫৭৯ জনই তাকে ভোট দেন। সালভেদর ভালদেস মেসা কিউবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। জাতীয় পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এসতেবান লাজো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ