Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঝড়ে হোস্টেলসহ পাঁচটি বসতঘর ভেঙে তছনছ ৪০ শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। বর্তমানে বই পুস্তক, বিছানাপত্র হারিয়ে ছিন্নমূল মানুষের মতো মানবেতর জীবন করছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নৈয়ারবাড়ী বাজারে গিয়ে দেখা যায় সূর্য কোচিং সেন্টার এন্ড হোস্টেলের ঘরটির টিনের চালা ভেঙে তছনছ হয়ে বিভিন্ন স্থানে পড়ে রয়েছে এবং হোস্টেলে থাকা ৪০ শিক্ষার্থীর বই-পুস্তক, বিছানাপত্র পানিতে ভিজে ধ্বংস হয়ে পড়ে রয়েছে। স্থানীয়রা জানায় এখানে সূর্য কোচিং সেন্টার এন্ড হোস্টেলে থেকে ৪০ শিক্ষার্থী পড়া লেখা করত। কিন্তু গত শনিবার প্রচÐ ঝড়ে ও বৃষ্টিতে ঘরটি উড়িয়ে নিয়ে যায়। ফলে তাদের পড়ালেখা বই-পুস্তকসহ সমস্ত আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে যায়। এদিকে, ঝড়ে ওই এলাকার যতিন বাড়ৈ তিনটি বসতঘর ভেঙে একটি গবাদিপশু আহত হয়েছে। প্রনাম শিকদার ও প্রেমচাদ বাড়ৈ দুটি ঘর উড়িয়ে নিয়ে গেছে। তারা বর্তমানে খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষক সঞ্জিত ও অভিভাবকগণ তাদের কোচি-কাচা শিক্ষার্থীদের নিয়ে সংকিত রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪০ শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ