Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে অজ্ঞাত নামা তরুনীর লাশ উদ্ধার

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ৩:৫৯ পিএম

সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোন বাজারের দক্ষিনে কালীতলা বাজার এলাকা থেকে শুক্রবার সকালে ২২ বছরের এক তরুনীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ তরুনীর লাশ থানায় অবস্থান করছে এবং ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্প্রতিবার দিবাগত রাতে কে বা কারা অজ্ঞাত ঐ তরুনীকে মেরে কালীতলা বাজার এলাকায় ফেলে যায়। সকাল হতে না হতেই মানুষ জনের চোখে পড়লে তারা থানাসহ বিভিন্ন মিডিয়ায় খবরা খবর দেয়। তাদের খবরের ভিত্তিতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেয়েটির গায়ে সেলোয়ার কামিছ ও বোরকা পড়া ছিল। স্থানীয় বাসিন্দাদের ধারনা কোন দুস্কৃতিকারীরা এ মেয়েটির সাথে অসৌজন্য মুলক আচরন করে মেরে ফেলে যায়। এখন পর্যন্ত ঐ মেয়েটির কোন পরিচয় পাওয়া যায়নি। সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান খান জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করি এবং পিবিআই এসে ফিংগার প্রিন্ট নিয়ে গেছে। মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, খোজ খবর পাওয়ার পর বলা যেতে পারে কি ধরনের মামলা হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তরুনীর লাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ