Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওড়নায় ঝুলছেন স্বামী, খাটে মৃত স্ত্রী

স্টাফ রিপোর্টার. কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:২৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে শয়নকক্ষে এক নবদম্পতির রহস্যজনক মৃত্যু ঘটেছে।

নিজ ঘরে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামীকে এবং খাটের ওপর থেকে স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভালুকা পূর্বশা গ্রামে তাদের শয়নকক্ষ থেকে এ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত এই দম্পতি হলেন- বিপুল কুমার রায় (৩২) এবং তার স্ত্রী সোহাগী রানী (২২)। বিপুল কুমার রায়ের বাড়ি ঝিনাইদহর শৈলকুপায় এবং সোহাগী রানী ভালুকা পূর্বশা গ্রামের ভরত মণ্ডলের মেয়ে। বিপুল রায় ঘরজামাই থাকতেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবদম্পতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ