Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেল ক্লাব কাপ সাঁতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:১৬ এএম

সারাদেশের প্রায় আড়াইশ কিশোর-কিশোরীর অংশগ্রহণে আউটার স্টেডিয়ামের নবনির্মিত সুইমিং পুলে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী শেখ রাসেল ক্লাব কাপ বয়সভিত্তিক (অনুর্ধ্ব ১২-১৭) সাঁতার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ২১ লাখ টাকা বাজেটের এই প্রতিযোগীতার সিংহভাগই (১৫ লাখ) দিচ্ছে স্পন্সর চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বাকি ছয় লাখ টাকা দেবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। সার্বিক সহযোগিতায় থাকছেন সিজেকেএস। অংশগ্রহণকারী ক্লাবগুলোকে টিডিএ দেয়া হচ্ছে। তিন ক্যাটাগরির অর্থাৎ অনূর্ধ্ব ১২, অনূর্ধ্ব ১৩-১৪ এবং অনূর্ধ্ব ১৫-১৭ প্রতিযোগিতায় বালক ও বালিকাদের মধ্যে ২২টি করে মোট ৪৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ৫০, ১০০ ও ২০০ মিটার ব্যাক ষ্ট্রোক, বাটারফ্লাই ও ফ্রি স্টাইল। এছাড়া রিলে ও ইন্ডিভিজ্যুয়াল মিডলে রিলেও রয়েছে। বাংলাদেশ সুইমিং পুল ফেডারেশনের অন্তর্ভুক্ত ক্লাব ছাড়া বাইরের কোন ক্লাব এ প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ